গৌরব উজ্জ্বল ৫০ বছর পূর্তি
নানা আয়োজনের মধ্যে দিয়ে স্কুলের ৫০ বছর পুর্তি উদযাপন করা উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠানের দিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির আয়োজন করা হয়। উন্নত শিক্ষা পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য এ প্রতিষ্ঠান এক স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত। শিক্ষা-দীক্ষা, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলা সহ সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির রয়েছে গৌরব উজ্জ্বল সাফল্য। শিক্ষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সাপ্তাহিক ও বাৎসরিক কার্যক্রমের ভিত্তিতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বীয় মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলছে।


প্রধান শিক্ষক
লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়
১৯৭৪ সাল থেকে শিক্ষাগত শ্রেষ্ঠত্বের উত্তরাধিকার
সাধারণ অর্থে জ্ঞান, দক্ষতা , দৃষ্টিভঙ্গি , মূল্যবোধ অর্জনই হলো শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগত জ্ঞান লাভের প্রক্রিয়াকে শিক্ষা বলে। শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধন। স্কুল , শিক্ষক ,অভিভাবক , শিক্ষার্থীর ঐক্যবদ্ধ কাজের মূল লক্ষ্য হলো শিখন। শিখনের মধ্যে দিয়ে শিক্ষার্থীর মানসিক উৎকর্ষ ও অন্তর্নিহিত গুণাবলী বিকশিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থী কেবল পাঠ্য পুস্তকের নির্দিষ্ট পাঠই গ্রহণ করে না , পাঠ শেষে নির্দিষ্ট জ্ঞান , দক্ষতা , দৃষ্টিভঙ্গি , মূল্যবোধ অর্জন করে। আমাদের বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এ লক্ষকে সামনে রেখে পরিচালিত।
শিক্ষার্থীর সুশিক্ষা লাভের ক্ষেত্রে শিক্ষক – অভিভাবক সম্পর্কটি অতীব গুরুত্বপূর্ণ। শ্রেণীর পঠন -পাঠনের তদারকি , নিয়মিত স্কুলে উপস্থিতি , স্কুলের নিয়ম কানুন মেনে চলা ইত্যাদি ক্ষেত্রে অভিভাবক কার্যকর ভূমিকা পালন করে।
নতুন কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে SMART বাংলাদেশ গোড়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
আমরা মুক্ত বুদ্ধিসম্পন্ন , যুক্তিবাদী , মানবতাবোধ সম্পন্ন আলোকিত মানুষ গড়তে চাই। শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যত। সুশিক্ষা লাভের মধ্যে দিয়ে ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসাবে তারা নিজেদের গড়ে তুলবে – এটাই কামনা।
Notice Board
মকবুল স্যারের কাছ থেকে কয়েকটা লেটেস্ট নোটিশ নিয়ে অ্যাডমিন পোস্ট করলেই এখানে চলে আসবে
School Events
স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও বর্ষপূর্তি এখানে থাকবে। এবং কোনো upcoming ইভেন্টের ডিটেলস থাকবে। এইটা মকবুল স্যারের দায়িত্ব কোন কোন ইভেন্ট থাকবে
Lalbag News
এখানে যে কেউ বা ছাত্র/ছাত্রী নিজেকে রেজিস্ট্রার করে খবর দিতে পারবে কিন্তু অ্যাডমিন approval ছাড়া এখানে আসবেনা। ছাত্র/ছাত্রীরা এখানে রেজিস্ট্রার করতে হবে কারণ ছাত্র/ছাত্রীদের ডাটাবেস অটোমেটিক্যালি তৈরী হবে। পরবর্তীতে ক্লাস অনুযায়ী তাদের নাম ওয়েবসাইট এ থাকবে
এখানে যে কেউ বা ছাত্র/ছাত্রী নিজেকে রেজিস্ট্রার করে খবর দিতে পারবে কিন্তু অ্যাডমিন approval ছাড়া এখানে আসবেনা। ছাত্র/ছাত্রীরা এখানে রেজিস্ট্রার করতে হবে কারণ ছাত্র/ছাত্রীদের ডাটাবেস অটোমেটিক্যালি তৈরী হবে। পরবর্তীতে ক্লাস অনুযায়ী তাদের নাম ওয়েবসাইট এ থাকবে
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে অনুমোদিত নীতিমালা অনুযায়ী সকল পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, কলেজ নির্বাচন, এবং শিক্ষার্থী কর্তৃক নিশ্চায়ন সমাপ্ত হয়েছে। ভর্তি প্রক্রিয়া ১৫ জুলাই ২০২৪ ইং (সোমবার) থেকে শুরু হবে। বিস্তারিত জানতে স্ব স্ব নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৪৮ হাজার।
তবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো পাওয়া যাবে।
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক তার ফেসবুক স্টোরিতে এ তথ্য শেয়ার করেন। সেখানে বলা হয়, টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
আমাদের পরিচালনা পদ্ধতি
প্রতিষ্ঠাতা সৈয়দ আশরাফউদ্দিন সাহেবের বড় ছেলে প্রথিতযশা রাজনীতিবিদ ও ঢাকা ইউনিভার্সিটির সলিমুল্লাহ হলের দুই মেয়াদের সহ – সভাপতি সৈয়দ আহমাদ ফারুখ এ প্রতিষ্ঠানের সভাপতি। তাঁর মনোনীত কয়েকজন সদস্য ও অভিজ্ঞ অভিভাবকদের নিয়ে একটি গভর্নিং বডি এ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন।
বর্তমান ব্যবস্থাধীন সভাপতি মহোদয় ছাড়াও গভর্নিং বডিতে তিনজন অভিভাবক প্রতিনিধি এবং দুই জন শিক্ষক প্রতিনিধি রয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গভর্নিং বডির সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করে থাকেন। ছাত্র/ছাত্রীদের শিক্ষা তথা সার্বিক মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সুনামের সাথে সম্মান বৃদ্ধির জন্য ১৬ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা ও ৩ জন কর্মকর্তা/কর্মচারী নিরলস পরিশ্রম করে চলছেন।
স্কুল সভাপতির বক্তব্য
কুমিল্লা জেলায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নে লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়টির গভর্নিং কমিটির
সভাপতি হিসাবে বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। মানসম্মত শিক্ষা বিস্তারে বিদ্যালয়ের উন্নয়নে সরকার কর্তৃক ঘোষিত যে কোন কর্মকান্ড বাস্তবায়নে সকল পর্যায়ের হিতাকাঙ্খী’র পরামর্শ সানুগ্রহে মূল্যায়ন করা হবে। সাথে সাথে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে গভর্নিং কমিটির সকল সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সর্বোপরি গভর্নিং কমিটির সচিব হিসাবে প্রধান শিক্ষক এর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।
তরুণ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য ব্যাপক শিক্ষামূলক সুযোগ



লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়ের বৈশিষ্ট


সার্বিক উন্নয়ন
আমরা একজন শিক্ষার্থীর বৃদ্ধির সমস্ত দিক – একাডেমিক, সামাজিক এবং নৈতিক ও মনস্তাত্ত্বিক বিকাশের উপর ফোকাস করি।
অভিজ্ঞতামূলক শিক্ষা
হাতে-কলমে শেখার অভিজ্ঞতার উপর আমাদের প্রচেষ্টা ছাত্রদের মননশীলতাকে সমৃদ্ধ করে এবং সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তার দক্ষতা বৃদ্ধি করে।
নিবেদিতপ্রাণ শিক্ষকগণ
আমাদের অভিজ্ঞ এবং মেধাবী শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর জন্য ব্যক্তিগতভাবে মনোযোগ এবং সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আধুনিক সুযোগ-সুবিধা
অত্যাধুনিক অবকাঠামো এবং প্রযুক্তি একটি গতিশীল শিক্ষার পরিবেশ তৈরি করে যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে।
সাংস্কৃতিক সমৃদ্ধি
আধুনিক সাংস্কৃতিক সচেতনতা বিকাশে আমরা জোর দেই , যাতে ছাত্র/ছাত্রীরা একটি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি তৈরী করতে পারে এবং বৈচিত্র্যকে সম্মান করে।
কমিউনিটি এনগেজমেন্ট
সামাজিক দায়বদ্ধতা এবং সহানুভূতি , আমরা সমাজ এবং পরিবেশের প্রতি শিক্ষার্থীদের কর্তব্যবোধ জাগ্রত করতে সর্বদাই চেষ্টা করি।
লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়ে কিছু কার্যক্রমঃ




